বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে যাচ্ছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে চার দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি পেয়েছেন এই অলরাউন্ডার।
সোমবার (১৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জানানো হয়, মিরাজকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ প্লে-অফের পুরো সময় জুড়েই লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।
এর আগে সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র মিরাজের এনওসির জন্য আবেদনের খবর নিশ্চিত করেছিল। ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে দলে নিতে চায় লাহোর। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট খেলতে রাজা শিগগিরই দল ছাড়বেন।
পিএসএলের প্লে-অফ সূচি অনুযায়ী, ২২ মে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। জয়ী হলে তারা পরদিন (২৩ মে) খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। মিরাজের চার দিনের এনওসি ঠিক এই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরেই।
২০২৫ সালে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। এনওসি পাওয়ার ফলে এবার শুধু মাঠে নামার অপেক্ষা। যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তাহলে লাহোরের জার্সিতে নতুন অভিজ্ঞতা শুরু করবেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার।