Homeখেলাধুলা‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি পিবিআই প্রধান

‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি পিবিআই প্রধান

[ad_1]

‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল। সোমবার (২ জুন) দিনব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষে দুইদিন ব্যাপী (১ এবং ২ জুন) ‘মিস্টার ঢাকা’ শরীর গঠন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
মো: মোস্তফা কামাল বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিযোগীদের মান উন্নয়ন এবং তারা যাতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি হিসেবে আমি সেই চেষ্টা অব্যাহত রাখবো।

ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া পৃষ্ঠপোষক মো. মোস্তফা কামাল এ খেলায় আগ্রহী খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য, তাদের জন্য উন্নত প্রশিক্ষণ, অবকাঠামো, এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীর গঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত