Homeখেলাধুলামুশফিক ভাই একা নন, রান করার দায়িত্ব সবার: জাকের আলী

মুশফিক ভাই একা নন, রান করার দায়িত্ব সবার: জাকের আলী


মুশফিকুর রহিমের বাজে ফর্ম নিয়ে যখন চারিদিকে সমালোচনার ঝড়, তখন সতীর্থ জাকের আলী দাঁড়ালেন তার ঢাল হয়ে। তিনি মনে করিয়ে দিলেন—দলের দায়িত্ব একজনের নয়, সবার। চট্টগ্রামে শনিবারের সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘দলে তো মুশফিক ভাই একা খেলছেন না। রান করার দায়িত্ব সবারই। আজ না হলেও কাল সবাইকেই রান করতে হবে।’

এদিকে অনুশীলনে কঠোর পরিশ্রমের পুরোনো চিত্রই আজ আবার দেখা গেল। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে এসে একা ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন মুশফিক। তবে গত ১২ ইনিংসে ফিফটি না পাওয়ার হতাশার ছায়া তাকে ঘিরেই। বয়স ৩৭ ছুঁলেও অধ্যবসায়ে কোনো ঘাটতি নেই, কিন্তু রান আসছে না বলে আক্ষেপ হয়তো বাড়ছে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় হার মানায়, পুরো ব্যাটিং ইউনিটই আসলে প্রশ্নের মুখে। প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যাকফুটে পড়ে যায় দল। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগালেও আড়াই শতকও ছুঁতে পারেনি টাইগাররা।

জাকের তাই জোর দিয়েছেন সম্মিলিত প্রচেষ্টার ওপর, ‘ব্যাটারদের সবাইকেই দায়িত্ব নিতে হবে। শুধু রান করাই নয়, লড়াই করার মানসিকতাও দেখাতে হবে।’

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন জাকের। সঙ্গে হাসান মাহমুদের ৫৮ বলের ১২ রানের ধৈর্যশীল ব্যাটিংকেও বিশেষভাবে প্রশংসা করেছেন তিনি, ‘হাসানের লড়াইটা দেখে খুব ভালো লেগেছে। এ রকম মানসিকতা থাকলে, বড় স্কোর করা কঠিন কিছু না।’

সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই আশা থাকছে, দলীয়ভাবে এগিয়ে আসবে সবাই—ব্যক্তিগত নয়, সমষ্টিগত পারফরম্যান্সে ফিরবে টাইগারদের জয়ের ছন্দ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত