Homeখেলাধুলামেসির বিশ্রামের দিনে ঘরের মাঠে মায়ামির নাটকীয় হার

মেসির বিশ্রামের দিনে ঘরের মাঠে মায়ামির নাটকীয় হার


কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের মাঝপথে বিশ্রাম নেওয়া বড় তারকাদের ছাড়া নামা ইন্টার মায়ামি শেষমেশ বড় মাশুল দিল। ঘরের মাঠে ৩-১ গোলে এগিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে হেরে গেলো এফসি ডালাসের কাছে, আর এর মধ্য দিয়েই মেজর লিগ সকারে (এমএলএস) তাদের অপরাজিত থাকার যাত্রা থামল।

ম্যাচের পুরো সময় লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবা আর লুইস সুয়ারেজ দর্শকসারিতে বসে দেখলেন দলের এই দুঃখজনক পতন। কোচ হাভিয়ের মাশ্চেরানোর সিদ্ধান্ত ছিল বড় তারকাদের বিশ্রামে রাখা যেহেতু সামনে গুরুত্বপূর্ণ কনকাকাফ ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই এলোমেলো ছিল মায়ামি। ডালাসের হয়ে শাক মুর মাত্র ৮ মিনিটে দুর্দান্ত শটে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নেয় হেরনরা। মুর নিজেই দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল করে মায়ামিকে সমতায় ফেরান। তারপর ইয়ান ফ্রের আরেকটি ক্রস থেকে গোল করে এগিয়ে দেন অ্যালেন ওবান্দো।

হেক্টর মার্টিনেজ দারুণ এক শটে ব্যবধান ৩-১ করলেও, এখান থেকেই শুরু হয় বিপর্যয়। ডালাস হাল ছাড়েনি। প্রথমে ওসাজ উরহোগিডে গোল করে ব্যবধান কমান। এরপর আন্দারসন জুলিও দারুণভাবে বল ধরে নিচু শটে সমতায় ফেরান ম্যাচ।

শেষ পর্যন্ত বদলি নেমে পেদরিনহো ইন্টার মায়ামির হৃদয় ভেঙে দেন। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জয়সূচক গোল করেন তিনি। শেষ মুহূর্তে তাদেও আলেন্দের একটি ফ্রি-কিক অল্পের জন্য বাইরে চলে গেলে আর ফেরার সুযোগ পায়নি মায়ামি।

পরাজয়ের ধাক্কা শুধু অপরাজিত থাকার যাত্রা থামানোই নয়, রক্ষণের বড় বড় দুর্বলতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন মাশ্চেরানোর জন্য বড় চ্যালেঞ্জ—তারকাদের ফিরিয়ে কিভাবে দলকে আবার গুছিয়ে নেওয়া যায়!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত