Homeখেলাধুলাযেভাবে ঘরে বসে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

যেভাবে ঘরে বসে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

[ad_1]

আজ সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটবলপাড়া তেতে উঠেছে বহু আগেই। মাঠে ঢোকার জন্য দুপুর থেকেই দেখা গেছে সমর্থকদের ভিড়, তবে যারা গ্যালারিতে যেতে পারছেন না, তাদের জন্যও রয়েছে খুশির খবর—ঘরে বসেই সরাসরি দেখা যাবে লাল-সবুজের এই লড়াই।

মাঠে না গিয়ে যারা খেলা দেখতে চান, তাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম টি-স্পোর্টস। দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক এই চ্যানেলটি আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ম্যাচপূর্ব আলোচনা শুরু হয়েছে আর সরাসরি খেলা শুরু সন্ধ্যা ৭টায়।

কেবল টিভি ছাড়াও খেলা দেখা যাবে টি-স্পোর্টস-এর অফিশিয়াল অ্যাপেও। তবে তার জন্য আপনার সাবস্ক্রিপশন থাকতে হবে। লাইভ সম্প্রচারের সময় অনলাইনে ভিড় বেশি থাকার সময় বাফারিং হতে পারে তাই ধৈর্য ধরা ভালো।

অফিসিয়াল ম্যাধ্যম ছাড়াও কিছু অনলাইন জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপেও সহজেই লাইভ ম্যাচ দেখতে পারবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়। সঙ্গত কারণেই অ্যাপের নাম বলা হচ্ছে না।

তবে অনলাইনে খেলা দেখতে হলে ভালো ইন্টারনেট সংযোগ থাকা জরুরি। ম্যাচ চলাকালে একাধিক ব্যবহারকারী স্ট্রিমিংয়ে থাকেন বলে মাঝে মাঝে বাফারিং হতে পারে।

যারা লাইভ দেখতে পারবেন না, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কালবেলা-স্পোর্টস ও অন্যান্য ক্রীড়াবিষয়ক ফেসবুক পেজ হ্যান্ডেল থেকে নিয়মিত স্কোর আপডেট ও গুরুত্বপূর্ণ মুহূর্তের খণ্ডচিত্র পেয়ে যাবেন। বিশেষ করে #BANvSGP হ্যাশট্যাগ ব্যবহার করে থাকছে লাইভ বিশ্লেষণ ও ভক্তদের প্রতিক্রিয়া।

ফুটবল মাঠে না গেলেও ঘরে বসেই তৈরি হচ্ছে উৎসবের মেজাজ। পতাকা, জার্সি আর ভুভুজেলার সঙ্গেই টিভি কিংবা মোবাইলের পর্দায় চোখ রেখে গলা ফাটানোর প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। জয় যে শুধু মাঠেই নয়, ঘরে বসেও লাল–সবুজের প্রতি ভালোবাসা জানানো যায়—সেটাই প্রমাণ করবেন হাজারো দর্শক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত