Homeখেলাধুলারক্ত দিয়ে কোহলির প্রতি ভালোবাসা প্রকাশ ভক্তের!

রক্ত দিয়ে কোহলির প্রতি ভালোবাসা প্রকাশ ভক্তের!

[ad_1]

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শিরোপা ঘরে তুলতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। কিন্তু এই উদযাপনকে ঘিরে এক ভক্তের ‘অসাধারণ’ কাণ্ড রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোহলির এক অন্ধভক্ত নিজেই হাতে ক্ষত করে রক্ত ঝরিয়ে সেই রক্ত দিয়েই কোহলির পোস্টারে ‘তিলক’ আঁকছেন। এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে। কেউ বলছেন একান্ত ভালোবাসা, কেউ আবার সমালোচনা করছেন এমন বিপজ্জনক উন্মাদনা নিয়ে।

কোহলি নিজেও ছিলেন আবেগঘন, শিরোপাজয়ের পর কেঁদে ফেলেন এই তারকা ব্যাটার। পুরো ম্যাচজুড়ে দলকে উৎসাহিত করেছেন, আর শেষে নিজের দীর্ঘ প্রতীক্ষার ফল পেয়ে হয়ে ওঠেন ভীষণ আবেগপ্রবণ।

তবে এই উদযাপনকে ঘিরে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। বেঙ্গালুরুতে আরসিবির বিজয় মিছিলে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন অন্তত ৫০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরসিবির এক উচ্চপদস্থ মার্কেটিং কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি বিসিসিআইকেও ভাবিয়ে তুলেছে। ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া জানান, ‘বিজয় উদযাপন আরসিবির ব্যক্তিগত বিষয় হলেও বিসিসিআই হিসেবে আমরা দেশের ক্রিকেটের দায়িত্বে আছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার চিন্তা করছি।’

আরসিবির বহুপ্রতীক্ষিত শিরোপা জয় ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে ঠিকই, তবে এমন উন্মাদনা এবং দুর্ঘটনা যে ভবিষ্যতের জন্য অশনিসংকেতও বয়ে আনতে পারে, সেটাও স্পষ্ট হয়ে উঠছে এবার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত