Homeখেলাধুলারাকিবের গোলে প্রত্যাবর্তনের ইঙ্গিত, ব্যবধান কমাল বাংলাদেশ

রাকিবের গোলে প্রত্যাবর্তনের ইঙ্গিত, ব্যবধান কমাল বাংলাদেশ

[ad_1]

সিঙ্গাপুরের বিপক্ষে শুরুতে এক গোল পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করলেও ম্যাচ থেকে ছিটকে পড়েনি। বরং রাকিব হোসেনের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কিছুটা এলোমেলো শুরু করে। সেই সুযোগে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। বক্সের বাইরে থেকে নেওয়া হামি শিয়াহিনের শট ঠেকালেও গোলরক্ষক মিতুল মারমা রিবাউন্ড সামাল দিতে পারেননি। বল পৌঁছায় ইখসান ফান্দির পায়ে, যিনি ডান পায়ে নেওয়া নিচু শটে বাংলাদেশের জালে বল পাঠান। চেষ্টা করেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ হৃদয়, কিন্তু ততক্ষণে বল তার পায়ের ফাঁক গলে জালে।

তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে নেওয়া চমৎকার এক থ্রু পাসে আক্রমণ সাজান হামজা চৌধুরী। সেই পাস ধরে এগিয়ে যান রাকিব হোসেন। সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান মাহবুদের সঙ্গে একান্ত লড়াইয়ে জয়ী হন রাকিব। যদিও তার নেওয়া শটটি খুব একটা শক্তিশালী ছিল না, তবে গোলরক্ষকের গাফিলতিতে বল গড়িয়ে যায় জালের ভেতর দিয়ে।

রাকিবের এই গোলে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ায় ২-১। এই গোল শুধু ব্যবধানই কমায়নি, বরং ম্যাচে ফেরার শক্তি ও আত্মবিশ্বাস যুগিয়েছে লাল-সবুজদের। এখন অপেক্ষা বাকিটুকু ফেরানোর।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত