Homeখেলাধুলারিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়ল বার্সা

রিয়ালকে চারবার হারিয়ে যে রেকর্ড গড়ল বার্সা


লা লিগা শিরোপা জয়ের পথে এক বিশাল পদক্ষেপ নিয়েছে বার্সেলোনা। তবে শুধু লিগ শিরোপার দিক থেকেই নয়, স্প্যানিশ ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ ‘এল ক্লাসিকো’তেও গড়েছে এক অনন্য ইতিহাস। হ্যান্সি ফ্লিকের অধীনে এই মৌসুমে সবকটি ক্লাসিকোতে জয় পেয়ে রিয়াল মাদ্রিদকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে কাতালানরা।

শেষ ক্লাসিকোতে বার্সা জয় পেয়েছে ৪-৩ ব্যবধানে। রাফিনিয়া, লামিন ইয়ামাল ও ফেরান তোরেসরা দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের ঘরের মাঠে জয় পায় তারা। এই জয়ে লিগ টেবিলে এখন সাত পয়েন্ট এগিয়ে বার্সা। এমনকি এই সপ্তাহেই তারা শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে। কিন্তু এই জয়ের বাইরেও বার্সা করেছে এমন কিছু, যা এর আগে কেউ পারেনি- এক মৌসুমে চারটি ক্লাসিকোর সব জিতে নিয়েছে তারা।

স্প্যানিশ ফুটবলের শতবর্ষের ইতিহাসে এমন কিছু আগে কখনো ঘটেনি। বার্সেলোনা এবারই প্রথম দল যারা এক মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেয়েছে। এর আগে রিয়াল মাদ্রিদ তিনটি ম্যাচে জয় পেয়ে মৌসুমে ‘সুইপ’ করেছিল ২০২৩-২৪ ও ১৯৩৫-৩৬ মৌসুমে। তবে চার ম্যাচে জয়ের রেকর্ড এবার প্রথমবার।

অবশ্য ১৯৮২-৮৩ মৌসুমে বার্সেলোনা একবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে চারবার জিতেছিল, একবার ড্র করেছিল। সেটি ছিল ডিয়েগো ম্যারাডোনার প্রথম মৌসুম কাতালান ক্লাবে। কিন্তু এক মৌসুমে সব ম্যাচ জয়ের স্বাদ এবারই প্রথম।

এর আগে সর্বশেষ এক মৌসুমে দুই ক্লাসিকো জয়ের নজির ছিল বার্সার ২০০৮-০৯ মৌসুমে। তখন ক্যাম্প ন্যুতে ২-০ ও বার্নাবেউয়ে স্মরণীয় ৬-২ ব্যবধানে জয় পেয়েছিল গার্দিওলার দল। সেই ম্যাচে থিয়েরি অঁরির পারফরম্যান্স এখনো বার্সা সমর্থকদের মনে গেঁথে আছে।

এদিকে এই ক্লাসিকো হারের পর রিয়াল মাদ্রিদ এখন বার্সার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে লিগ টেবিলে, বাকি মাত্র তিন ম্যাচ। বাস্তবতার নিরিখে, লস ব্ল্যাঙ্কোসদের জন্য মৌসুমটা কার্যত ট্রফিহীনই হতে চলেছে। যদিও উয়েফা সুপার কাপ জিতেছে তারা।

রিয়াল মাদ্রিদ সর্বশেষ বার্সেলোনাকে হারায় ২০২৪ সালের ২১ এপ্রিল, বার্নাব্যুয়ে ৩-২ ব্যবধানে। সে ম্যাচে ভিনিসিয়ুস, লুকাস ভাসকুয়েজ ও জুড বেলিংহাম গোল করেন। বার্সার হয়ে স্কোর করেন ফেরমিন লোপেজ ও আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন।
তখন রিয়াল টানা চারটি ক্লাসিকো জিতছিল- সুপার কাপে ৪-১, লা লিগায় ২-১, ও কোপা দেল রে-তে ৪-০ ব্যবধানে। কিন্তু এরপর থেকেই হাল ধরেছেন হ্যান্সি ফ্লিক, বদলে গেছে দৃশ্যপট।

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার এই উত্থান শুধু ক্লাসিকো জয়ে সীমাবদ্ধ নয়, বরং নতুন যুগের বার্তা দিচ্ছে। লামিন ইয়ামাল, ফেরমিন লোপেজ, পেদ্রি ও রাফিনিয়ার মতো তরুণদের নিয়ে ফ্লিক ভবিষ্যতের এক বার্সা গড়ে তুলছেন- যাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারছে না রিয়াল মাদ্রিদের মতো পরিপক্ব দলও।

এখন লা লিগা শিরোপা হাতছানি দিচ্ছে, আর বার্সেলোনা সমর্থকরা আবারও স্বপ্ন দেখছেন সেই গৌরবময় দিনগুলো ফিরে পাওয়ার, যেখানে এল ক্লাসিকো মানেই ছিল কাতালান আধিপত্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত