Homeখেলাধুলারিয়ালের ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে বিরক্ত আনচেলত্তি

রিয়ালের ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে বিরক্ত আনচেলত্তি

[ad_1]

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে মাঠে যেমন আলো ছড়ালেন তরুণ আরদা গুলের, তেমনি একটি মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল রিয়াল মাদ্রিদের ডাগআউট। কোচ কার্লো আনচেলত্তি সরাসরি তিরস্কার করলেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিককে, যিনি এক অনুপযুক্ত ‘চিপ’ শটে গোলের সুযোগ নষ্ট করে বসেন।

গোল মিস করে হতাশ এন্ড্রিকম্যাচের দ্বিতীয়ার্ধে এক অন-টু-ওয়ান পরিস্থিতিতে বল জালে পাঠানোর সুযোগ পান এন্ড্রিক। কিন্তু, চিপ করার চেষ্টা করেন তিনি, যা ব্যর্থ হয়। তাতেই বিরক্ত হয়ে আনচেলত্তি সঙ্গে সঙ্গেই তাকে তুলে নেন মাঠ থেকে এবং বদলি হিসেবে নামান জুড বেলিংহ্যামকে। ম্যাচ শেষে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রীতিমতো কড়া ভাষায় বলেন আনচেলত্তি, ‘এভাবে চলবে না। সে তরুণ, শিখতে হবে তাকে। কিন্তু ফুটবলে এইসব জিনিসের জায়গা নেই। যত জোরে পারো মারো, এটা থিয়েটার ক্লাব না।’

এই ম্যাচে গুলেরের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছিলেন এন্ড্রিক। তবে শেষ পর্যন্ত গুলেরই হয়ে উঠেন নায়ক—দারুণ এক গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। ম্যাচ শেষে তার প্রশংসায় পঞ্চমুখ আনচেলত্তি।

‘সে নিজের মতো খেলেছে—মানসিক শান্তি নিয়ে, গুণগত পারফরম্যান্স দিয়ে। সে প্রচুর কোয়ালিটি নিয়ে এসেছে। ভবিষ্যতে সে মাঝমাঠে, ৪-৪-২ বা ৪-৩-৩ ফরমেশনের ইন্টেরিয়র হিসেবে আরও কার্যকর হবে। বল বিল্ড-আপে তার দক্ষতা অসাধারণ, যদিও ডুয়েলে এখনো কিছুটা জোরের ঘাটতি রয়েছে,’ মন্তব্য আনচেলত্তির।

রিয়ালের এই জয় যেমন বার্সেলোনার ওপর শিরোপার চাপ বজায় রাখল, তেমনি দলীয় ভারসাম্য ও তারুণ্যের ব্যবহারে আনচেলত্তির কৌশল নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, সামনে আসা কোপা দেল রে ফাইনালে কোন তরুণ বিশ্বাস অর্জন করেন ইতালিয়ান গুরু আনচেলত্তির।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত