Homeখেলাধুলারিয়ালে আনচেলত্তির উত্তরসূরি হলেন জাবি আলোনসো

রিয়ালে আনচেলত্তির উত্তরসূরি হলেন জাবি আলোনসো


স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে শুরু হলো নতুন এক অধ্যায়। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর ক্লাবটির দায়িত্ব তুলে দেওয়া হলো লস ব্লাঙ্কোসদের সাবেক ফুটবলার জাবি আলোনসোর হাতে। শনিবার আনচেলত্তির শেষ ম্যাচের পরদিন ঘোষণা আসে, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলোনসো।

রিয়ালের সাবেক এই মিডফিল্ডার খেলোয়াড় হিসেবে ২০১৪ সালে ক্লাবটিকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবার তিনি ফিরলেন সান্তিয়াগো বার্নাব্যুতে, তবে ভিন্ন ভূমিকায়—টাচলাইনের ধারে, ম্যানেজার হিসেবে।

বায়ার লেভারকুসেনে মাত্র দুই মৌসুমেই আলোনসো গড়ে তুলেছিলেন অনন্য নজির। প্রথম পূর্ণ মৌসুমেই জিতিয়েছেন ক্লাবটির প্রথম বুন্দেসলিগা শিরোপা—তাও আবার পুরো মৌসুমে অপরাজিত থেকে। জিতেছেন জার্মান কাপও। ইউরোপা লিগে মাত্র একটি ম্যাচেই হার দেখেছিল তার দল—ফাইনালে আতালান্তার বিপক্ষে।

তবে মৌসুম শেষে তিনি জানান, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আর সেই চ্যালেঞ্জ হিসেবে বেছে নিলেন পুরনো ঘর—রিয়াল মাদ্রিদ। ক্লাব সূত্র জানায়, সোমবার ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ১৮ জুন আল-হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে ডাগআউটে নামবেন আলোনসো।

৪৩ বছর বয়সী এই কোচকে নিয়ে রিয়াল কর্তৃপক্ষের প্রত্যাশা অনেক। আনচেলত্তি নিজেও কিছুদিন আগে তাকে প্রশংসা করে বলেছিলেন, ‘আলোনসো বিশ্বের সেরাদের একজন হতে যাচ্ছে।’

এদিকে, আনচেলত্তি এখন ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নতুন মিশনে যাচ্ছেন। রিয়াল তার হাত ধরে জিতেছে একাধিক শিরোপা, গড়েছে স্থিতিশীলতা। এবার আলোনসোর সামনে চ্যালেঞ্জ—ঐতিহ্যের ক্লাবটিকে ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়া।

একসময় মধ্যমাঠে যিনি রিয়ালের ছন্দ রচনা করতেন, তিনিই এবার ছন্দ রচনা করবেন ডাগআউট থেকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত