Homeখেলাধুলারিশাদ থাকলেও ফাইনালে লাহোরের একাদশে নেই সাকিব

রিশাদ থাকলেও ফাইনালে লাহোরের একাদশে নেই সাকিব


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস। তবে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ ভক্তদের জন্য হতাশার খবর—লাহোরের একাদশে জায়গা হারিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিব না থাকলেও সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

লাহোরের ঘোষিত একাদশে কুসাল পেরেরা ও ভানুকা রাজাপাকসার মতো বিদেশি তারকাদের পাশাপাশি খেলছেন পাকিস্তানি অভিজ্ঞ তারকারাও। কিন্তু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সাকিবের জায়গায় নেওয়া হয়েছে সিকান্দার রাজাকে। দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি জানিয়েছেন, ‘সিকান্দার রাজার দলে ফেরা হয়েছে এবং আমরা ভারসাম্য রাখতে চাই। সবাই অভিজ্ঞ, বড় ম্যাচের চাপ বুঝে মাঠে নামবে।’

রিশাদ হোসেনের এই সুযোগ অবশ্য তার জন্য বড় এক বার্তা। তরুণ এই লেগ স্পিনার এখনো আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে পুরোপুরি মেলে ধরার সুযোগ পাননি, তবে লাহোরের হয়ে পিএসএল ফাইনালে খেলা যে তার ক্যারিয়ারে বড় মাইলফলক হয়ে থাকবে, তা বলাই যায়।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। অধিনায়ক সৌদ শাকিল জানিয়েছেন, ‘আমরা চাই একটা ভালো স্কোর দাঁড় করাতে। এটা শুধু একটা ম্যাচ—চাপ না নিয়ে শান্তভাবে খেলাই হবে মূল মন্ত্র।’

লাহোর কালান্দার্স একাদশ (বনাম কোয়েটা):

ফখর জামান, মুহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, কুসাল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসা, সিকান্দার রাজা, আসিফ আলি, রিশাদ হোসেন, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, হারিস রউফ।

সাকিব আল হাসানের মতো বড় নাম ছিটকে পড়ায় বিস্ময় হলেও তরুণ রিশাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফাইনালের মঞ্চে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

ম্যাচ শুরু হবে কোয়েটার ব্যাটিং দিয়ে—সামনে জমজমাট এক লড়াই!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত