Homeখেলাধুলারুডিগারের কাণ্ডে ক্ষুব্ধ জার্মান ফুটবল ফেডারেশন

রুডিগারের কাণ্ডে ক্ষুব্ধ জার্মান ফুটবল ফেডারেশন


রিয়াল মাদ্রিদের কোপা দেল রে ফাইনালের পর বিতর্কের কেন্দ্রে আন্তোনিও রুডিগার। ম্যাচের শেষ মুহূর্তে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করে অনাকাঙ্ক্ষিত আচরণ করায় তাকে কড়া সতর্কবার্তা দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

বার্সেলোনার বিপক্ষে অতিরিক্ত সময়ের এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রুডিগার বেঞ্চ থেকে উঠে রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোটেক্সিয়ার দিকে একটি বস্তু ছুঁড়ে মারেন — ধারণা করা হচ্ছে, সেটি ছিল তার হাঁটুতে বাঁধা বরফের প্যাকেট। ওই ঘটনার পরই তাকে লাল কার্ড দেখানো হয় এবং সতীর্থরা তাকে শারীরিকভাবে শান্ত করার চেষ্টা করেন।

লা লিগার নিয়ম অনুযায়ী, রুডিগারের জন্য ১২ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। এদিকে ডিএফবিও মনে করিয়ে দিয়েছে যে, জাতীয় দলের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড় হিসেবে তার আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত।

জার্মানির স্পোর্টিং ডিরেক্টর রুডি ফোলার বলেন, ‘টোনি (রুডিগার) একজন বিশ্বমানের ফুটবলার। তবে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে, মাঠের ভেতরে-বাইরে উঁচু মানের আচরণ দেখানো তার দায়িত্ব। সে নিজের প্রতি সম্মান দাবি করে, তাই অন্যদের প্রতিও সেই সম্মান দেখাতে হবে।’

ফোলার আরও যোগ করেন, ‘ও একজন আবেগপ্রবণ এবং লড়াকু খেলোয়াড়, তবে এই ম্যাচে সে ও তার কিছু সতীর্থ অপ্রয়োজনীয়ভাবে উত্তপ্ত পরিবেশে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে। জাতীয় দলের প্রতিনিধি হিসেবে এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।’

ঘটনার পর রুডিগার ইতোমধ্যেই জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমান এবং কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ক্ষমা চেয়েছেন।

ডিএফবি থেকে তাকে আর কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। তবে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত