Homeখেলাধুলালাহোরের একাদশে সাকিব, বেঞ্চেই রিশাদ ও মিরাজ

লাহোরের একাদশে সাকিব, বেঞ্চেই রিশাদ ও মিরাজ


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে অপেক্ষা বাড়ল রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে একসাথে মাঠে দেখার।

করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে লাহোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সাকিব গত ম্যাচে বল হাতে ছিলেন একপ্রকার কার্যকরী, যদিও ব্যাট হাতে রান পাননি। তার অভিজ্ঞতা ও স্পিন দক্ষতাই আজকের একাদশে জায়গা নিশ্চিত করেছে। বিপরীতে, সদ্য যোগ দেওয়া মেহেদী মিরাজ ও বিরতি শেষে দলে যোগ দেওয়া রিশাদ হোসেনকে থাকতে হচ্ছে সাইড বেঞ্চেই।

তিন বাংলাদেশিকে একসাথে মাঠে দেখার সম্ভাবনায় উন্মুখ ছিলেন সমর্থকেরা। তবে দলীয় কম্বিনেশন ও ম্যাচ পরিস্থিতির কারণে আজও সেই সুযোগ এল না।

লাহোর কালান্দার্স একাদশ:

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

করাচি কিংস একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস ভিন্স, সাদ বেগ, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, মোহাম্মদ নবী, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি, হাসান আলী, মীর হামজা।

এলিমিনেটর মানেই হারলেই বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকেই ঝুঁকেছে লাহোর। সাকিবের স্পিন-বোলিং ও মিডল অর্ডারে ব্যাটিং নির্ভরতার ওপরই আস্থা রেখেছে দল। তবে মিরাজ ও রিশাদের মতো প্রতিভাবান অলরাউন্ডাররা কবে মাঠে নামবেন, সেই অপেক্ষায় রইল টাইগার ভক্তরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত