Homeখেলাধুলাশুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও রাজত্ব রিশাদের! বিলিংস-শাহীনরা মুগ্ধ

শুধু মাঠে নয়, ড্রেসিংরুমেও রাজত্ব রিশাদের! বিলিংস-শাহীনরা মুগ্ধ

[ad_1]

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়ে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার স্যাম বিলিংস। লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুবাদে উইকেটের পেছন থেকে খুব কাছ থেকেই রিশাদের বোলিং দেখেছেন বিলিংস। আর প্রথম দেখাতেই এই টাইগার লেগির প্রশংসায় পঞ্চমুখ তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিশাদ প্রসঙ্গে এতটাই মুগ্ধতা প্রকাশ করেন বিলিংস, যে মাঝখানে সাংবাদিকদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়ে নেন। বললেন, ‘আমি এবারই প্রথম রিশাদের বোলিং দেখলাম। তার বয়সের একজন বোলারের কাছ থেকে এমন দক্ষতা অসাধারণ। সে সত্যিই দারুণ কিছু করছে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে রিস্টস্পিনারদের গুরুত্ব বোঝাতে গিয়ে বিলিংস রশিদ খানের উদাহরণ টেনে আনেন। রিশাদের সঙ্গে তুলনা করেই তিনি বলেন, ‘এর আগে আমাদের দলে রশিদ খান ছিল, মাঝের ওভারগুলোয় উইকেট এনে দিত। এবার রিশাদ ঠিক সেই জায়গায় আমাদের জন্য দুর্দান্ত পারফর্ম করছে। সে অসাধারণ বল করছে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে। এতে আমাদের পেসাররাও সুবিধা পাচ্ছে।’

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও রিশাদের প্রশংসা করতে ভোলেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করছে। সে তাদের ভবিষ্যতের তারকা। মাঝের ওভারগুলোয় সে দুর্দান্ত বল করছে এবং প্রতিপক্ষের মিডল অর্ডারকে ভেঙে দিচ্ছে।’

শুধু তাই নয়, লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা তো আরও আবেগপ্রবণ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে রিশাদকে উদ্দেশ্য করে বললেন, ‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন টুর্নামেন্টের সেরা উইকেটশিকারী। আশা করছি, শেষ পর্যন্ত তুমিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হবে।’

পিএসএলে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসে বাজিমাত করেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে একাদশে জায়গা না পেলেও পরের দুই ম্যাচে টানা তিনটি করে উইকেট তুলে নিয়েছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী এই তরুণ। ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ খেতাবও।

দারুণ এই পারফরম্যান্সে শুধু লাহোর নয়, গোটা ক্রিকেট দুনিয়া তাকিয়ে আছে রিশাদের দিকে। তার বোলিং অ্যাকশন, গতি, আর আগ্রাসী মানসিকতা যে বাংলাদেশের জন্য বড় আশার বার্তা বয়ে আনছে — তা আর বলার অপেক্ষা রাখে না।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত