যেখানে ঐতিহ্যবাহী ফুটবলে কাঙ্ক্ষিত সাফল্যের খরা চলছে, সেখানে বিচ ফুটবলে আবারও দুর্দান্ত দ্যুতি ছড়াল ব্রাজিল। সিশেলসে অনুষ্ঠিত ২০২৫ ফিফা বিচ সকার বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে বেলারুশকে ৪-৩ গোলে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা জিতেছে সাম্বা সেনারা।
ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। প্রথম পিরিয়ডে লুকাওয়ের গোলে এগিয়ে যায় ছয়বারের বিশ্বকাপজয়ী এই দলটি। তবে বেলারুশও চুপ করে ছিল না। নোভিকাউয়ের গোলে সমতায় ফেরে তারা।
দ্বিতীয় পিরিয়ডেই রঙ বদলে দেয় ম্যাচ। রদ্রিগো ও কাতারিনোর পরপর গোল এনে দেয় ৩-১ গোলের লিড। মনে হচ্ছিল সহজ জয়ে এগোচ্ছে ব্রাজিল। কিন্তু তৃতীয় ও শেষ পিরিয়ডে নাটকীয় ঘুরে দাঁড়ায় বেলারুশ। তারকা খেলোয়াড় ব্রিশটসেল এক গোল করেন প্রতিপক্ষের ভুলে, এরপর পেনাল্টি থেকে আরেকটি। ম্যাচ তখন ৩-৩।
যখন মনে হচ্ছিল খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব অধিনায়ক রদ্রিগোর। মাঝমাঠ থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেয় বল, আর তাতেই এক মিনিট বাকি থাকতেই নিশ্চিত হয় ব্রাজিলের জয়।
রদ্রিগো শুধু ম্যাচ উইনারই নন, তিনি জিতেছেন গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) ও ব্রোঞ্জ স্কোরার পুরস্কারও। এই টুর্নামেন্টে তাঁর নেতৃত্বে ব্রাজিলের দল দেখিয়েছে একাগ্রতা, গতি ও অভিজ্ঞতার নিখুঁত মিশেল।
যেখানে মাঠের ফুটবলে লাতিন আমেরিকানদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশা ঘিরে থাকে, সেখানে বিচ ফুটবলে ব্রাজিল যেন আলোকবর্তিকা। ২০০৬ সালের পর এই নিয়ে সপ্তম বিশ্বজয়—অপরাজেয় এক ধারাবাহিকতার নাম ব্রাজিল।
ফুটবল বিশ্বে এখনো যদি ব্রাজিল মানে বিস্ময়ের নাম হয়, বিচ ফুটবলে তারা মানেই আধিপত্য।