Homeখেলাধুলাসরাসরি লাল কার্ডের পরও বড় শাস্তি এড়াতে চলেছেন এমবাপ্পে!

সরাসরি লাল কার্ডের পরও বড় শাস্তি এড়াতে চলেছেন এমবাপ্পে!

[ad_1]

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে ভয়ঙ্কর ট্যাকলের জন্য লাল কার্ড দেখেছিলেন। তবে শঙ্কা থাকলেও বড় শাস্তি থেকে বেঁচে যাচ্ছেন এই ফরাসি সুপারস্টার।

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৫তম মিনিটে এমবাপ্পে বিপজ্জনকভাবে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোর পায়ের ওপর স্টাডস আপ ট্যাকল করেন। বল থেকে অনেক দূরে গিয়ে করা এই ট্যাকল সরাসরি লাল কার্ডের সিদ্ধান্তে রূপ নেয়। দু’দলের একজন করে খেলোয়াড় এই ম্যাচে লাল কার্ড দেখেন।

প্রথমে ধারণা করা হয়েছিল, এমবাপ্পে কমপক্ষে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা পেতে পারেন। কারণ, এই ধরনের ট্যাকল ‘সহিংস আচরণ’ হিসেবে ধরা হলে তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। ফলে লা লিগার পাশাপাশি কোপা দেল রে’তেও শাস্তি কার্যকর হতে পারতো, যা তাকে ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে ফাইনাল মিস করতে বাধ্য করত।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম কোপে জানিয়েছে, ম্যাচ রেফারি সিজার সোতো গ্রাদো তার রিপোর্টে উল্লেখ করেছেন, এমবাপ্পে বলের জন্যই চেষ্টা করেছিলেন। ফলে এই অপরাধকে গুরুতর বলে বিবেচনা করা হচ্ছে না। এর ফলে এমবাপ্পে শুধু এক ম্যাচের নিষেধাজ্ঞা পাচ্ছেন।

এমবাপ্পে শুধু ২০ এপ্রিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগা ম্যাচ মিস করবেন। এরপর তিনি আবার মাঠে ফিরবেন গেতাফের বিপক্ষে এবং থাকবেন ২৬ এপ্রিল কোপা দেল রে’র সেই মহাগুরুত্বপূর্ণ ফাইনালেও।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত