Homeখেলাধুলাসাদমানের সেঞ্চুরির আনন্দে ছেদ, জিম্বাবুয়ের জোড়া আঘাত

সাদমানের সেঞ্চুরির আনন্দে ছেদ, জিম্বাবুয়ের জোড়া আঘাত

[ad_1]

চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন দুপুরের পর সেশনটা ছিল টান টান উত্তেজনার—বাংলাদেশ যখন প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করে এগিয়ে চলেছে, তখন হঠাৎই পাল্টে গেল ছবিটা। সাদমানের সেঞ্চুরি তোলার পর টাইগাররা লিডের স্বপ্ন দেখছিলো, তবে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচে ফিরলো জিম্বাবুয়ে!

প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে দুপুরের পরই প্রথম আঘাতটা হানে জিম্বাবুয়ে। প্রায় তিন বছর পর টেস্টে ফেরা এনামুল হককে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান মুজারাবানি। এরপর ক্রিজে আসেন মুমিনুল, যিনি সাদমানের সঙ্গে মিলে গড়ে তোলেন আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। দুজন মিলে তুলে নেন ৭৬ রানের পার্টনারশিপ। সাদমান খেলেন সাবলীল, পরিণত এক ইনিংস—মাইলফলক ছুঁয়ে ফেলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকের।

শতকটা আসে চোখ জুড়ানো এক কাভার ড্রাইভে—অফ স্টাম্পের বাইরের বলটা দারুণ টাইমিংয়ে পাঠান বাউন্ডারির বাইরে। এর মধ্য দিয়েই পার করেন টেস্ট ক্যারিয়ারের ১,০০০ রানের মাইলফলকও।

তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্রিজে জমে যাওয়া মুমিনুল কিছুক্ষণ পর ডট বলের চাপে পড়ে মারতে যান বড় শট, স্লগ সুইপ করতে গিয়ে ধরা পড়েন ডিপ মিডউইকেটে। ঠিক পরের বলেই সাদমান পড়েন ব্রায়ান বেনেটের ফাঁদে—বুঝে উঠতে না পেরে লাইন ক্রস করে খেলেন ফ্লাইটেড বল, ফলাফল এলবিডব্লিউ!

দ্রুত দুই উইকেট হারিয়ে বাংলাদেশ একটু চাপে পড়লেও, ক্রিজে এখন আছে অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিক। ২২৭ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ২০৫/৩—মাত্র ২২ রানে পিছিয়ে।

বিকেলের সেশনে দুই দলই পাবে সুযোগ। বাংলাদেশ চাবে লিড নেওয়ার পথে সাবধানে এগোতে, আর জিম্বাবুয়ে চাইবে দ্রুত আরও কয়েকটা উইকেট তুলে নিয়ে ম্যাচে পুরোপুরি ফিরতে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত