এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ বাছাইয়ে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার গ্রুপ সঙ্গী হয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া আসরের সাবেক চ্যাম্পিয়ন। ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ ছাড়াও আছে স্বাগতিক লাওস ও তিমুর লেস্তে।
সোমবার (২৮ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোকে আট গ্রুপে বিভক্ত করা হয়েছে। সাত গ্রুপে রয়েছে চারটি করে দেশ, এক গ্রুপে রয়েছে পাঁচ দেশ। বাছাইয়ের খেলাগুলো ২ থেকে ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। বাছাইয়ে আট গ্রুপে চ্যাম্পিয়ন দলের সঙ্গী হবে তিনটি সেরা রানার্সআপ দেশও। আগামী বছরের ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের খেলা।
‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, নেপাল, স্বাগতিক ভুটান, মঙ্গোলিয়া এবং সৌদি আরব লড়াই করবে। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভিয়েতনামের সঙ্গী কিরগিজস্তান, হংকং, চীন ও সিঙ্গাপুর। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে, ফিলিস্তিন ও স্বাগতিক তাজিকিস্তান লড়বে। ‘ডি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও তুর্কমেনিস্তান লড়াই করবে। ‘ই’ গ্রুপে স্বাগতিক চীনের সঙ্গী লেবানন, কম্বোডিয়া ও সিরিয়া। ‘এফ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে লড়বে ইরান, স্বাগতিক মালয়েশিয়া ও গুয়াম। ‘জি’ গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান, জর্ডান, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং বাহরাইন প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ ছাড়াও বাহরাইন, ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, লাওস, লেবানন, মঙ্গোলিয়া, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, ফিলিস্তিন, সৌদি আরব, সিরিয়া, তাজিকিস্তান, পূর্ব তিমুর এবং তুর্কমেনিস্তান প্রথমবারের মতো মূলপর্বে খেলার জন্য লড়বে।