Homeখেলাধুলাসিরিজ হারের পর দর্শকের সঙ্গে তর্কে জড়ালেন শামীম পাটোয়ারী

সিরিজ হারের পর দর্শকের সঙ্গে তর্কে জড়ালেন শামীম পাটোয়ারী


সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের হতাশা ছড়িয়ে পড়েছে মাঠের গণ্ডি পেরিয়ে গ্যালারিতেও। বাংলাদেশ দলের ২-১ ব্যবধানে সিরিজ হারের পর শারজাহ স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন এক দৃশ্য—ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় এনে দিয়েছিল টাইগাররা। কিন্তু টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করার পর গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসী দর্শকদের মধ্যে জমে ওঠে ক্ষোভ। শেষ ম্যাচে ১৬২ রানের পুঁজি নিয়েও ৫ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এমন হারে গ্যালারির বহু দর্শক রীতিমতো হতাশা উগরে দিতে থাকেন ক্রিকেটারদের ওপর।

খেলার পর মাঠ ছাড়ার সময়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়—গ্যালারি থেকে বাজে ভাষায় মন্তব্য করেন এক দর্শক। বেশিরভাগ ক্রিকেটার মাথা নিচু করে চলে গেলেও শামীম থেমে যান। হাত ইশারায় সেই দর্শককে নিচে নেমে আসতে বলেন, মুখোমুখি আলোচনার মতো ভঙ্গিতে।

সেই মুহূর্তেই গ্যালারিতে বাড়তে থাকে উত্তেজনা। বহু দর্শক একসঙ্গে চিৎকার করতে থাকেন—‘ভুয়া ভুয়া’। পরিস্থিতি যেন আরও ঘোলাটে হয়ে ওঠে। ঠিক সেই সময়, সতীর্থ তানজিম হাসান সাকিব এগিয়ে এসে শামীমকে শান্ত করেন এবং ড্রেসিংরুমে নিয়ে যান।

মাঠে খারাপ পারফরম্যান্সের পর এমন প্রতিক্রিয়া অনেকেই গ্রহণ করেননি ভালোভাবে। ক্রিকেটারদের প্রতি দর্শকের প্রত্যাশা যেমন থাকে, তেমনি একটি পরাজয়ের পর তাদের মেজাজ ধরে রাখাও প্রত্যাশিত। যদিও গ্যালারির অশোভন আচরণ কোনোমতেই সমর্থনযোগ্য নয়, তবু একজন জাতীয় দলের ক্রিকেটারের এমন প্রকাশ্য প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে পেশাদারিত্বের দিক থেকেও।

এখন দেখার বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘটনার ব্যাপারে কোনো অবস্থান নেয় কি না। অনেকেই মনে করছেন, মাঠের ভেতরে যেমন ক্রিকেটারদের দায়িত্ব থাকে, তেমনি মাঠের বাইরে আচরণেও রাখতে হয় সংযম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত