Homeখেলাধুলাস্কালোনির সেরা তিন ফুটবলারের তালিকায় নেই মেসির নাম!

স্কালোনির সেরা তিন ফুটবলারের তালিকায় নেই মেসির নাম!


আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের সেরা তিন খেলোয়াড় বেছে নিয়েছেন। চমকপ্রদভাবে, এই তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি!

স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের টকশো ‘Siro’s VAR’-এ একান্ত সাক্ষাৎকারে স্কালোনি জানান, ‘আমরা মেসিকে তালিকাভুক্ত করছি না, কারণ এতে ওর প্রতি অতিরিক্ত নির্ভরতা দেখানো হবে। মেসি তো এমনিতেই সর্বকালের সেরা।’

তবে এই ব্যাখ্যার পরও অনেকেই অবাক হয়েছেন এই সিদ্ধান্তে। স্কালোনির তালিকায় শীর্ষ স্থানে আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন এবং বর্তমানে রয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে। দ্বিতীয় স্থানে আছেন মাত্র ১৭ বছর বয়সী বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল।

তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে স্কালোনি সরাসরি একজনের নাম বলেননি। তিনি বলেন, ‘তৃতীয় স্থানে লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ—দুজনেই হতে পারে। দুজনেই আমাদের দলে গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত ফর্মে আছে।’

এই মুহূর্তে লাউতারো ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে প্রস্তুত হচ্ছেন। অন্যদিকে, জুলিয়ান আলভারেজ এখন অ্যাথলেটিকো মাদ্রিদের অন্যতম প্রধান ভরসা।

এছাড়াও সাক্ষাৎকারে স্কালোনি জানান, তিনি ম্যারাডোনার চেয়ে মেসিকে এগিয়ে রাখেন এবং মনে করেন রিয়াল মাদ্রিদের উচিত তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস পাজকে পরবর্তী মৌসুমের জন্য দলে ফেরানো, যিনি বর্তমানে ইতালির ক্লাব কোমোতে ধারে খেলছেন।

বিশ্বকাপজয়ী কোচের এমন তালিকা ঘিরে ফুটবলবিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা—বিশ্বসেরার তকমা কি সত্যিই নতুন প্রজন্মের দখলে যাচ্ছে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত