Homeখেলাধুলাহঠাৎ মিরপুরে উত্তেজনা, রিপনের হেলমেটে টান প্রোটিয়া বোলারের

হঠাৎ মিরপুরে উত্তেজনা, রিপনের হেলমেটে টান প্রোটিয়া বোলারের


মিরপুরে চারদিনের এক শান্ত ক্রিকেট ম্যাচে হঠাৎই দেখা গেল উত্তেজনার বিস্ফোরণ! বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল এক অপ্রীতিকর এবং নিন্দনীয় ঘটনা। ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ব্যাটার রিপন মণ্ডলের হেলমেট ধরে টানাহেঁচড়া করলেন দক্ষিণ আফ্রিকান বোলার টিশেপো ইনোসেন্ট এনটুলি।

ম্যাচের দ্বিতীয় দিন, তখন ১০৪.১ ওভার, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৮। রিপন মণ্ডল ক্রিজে ছিলেন ১৮ রানে। বল করছিলেন এনটুলি। হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এনটুলি হঠাৎ ক্ষেপে গিয়ে রিপনের দিকে তেড়ে আসেন এবং সরাসরি তার হেলমেট ধরে টানাটানি শুরু করেন।

মজার ব্যাপার—বোলারের পুরো নাম টিশেপো ইনোসেন্ট এনটুলি। তবে এদিন তার আচরণে নিরপরাধ বলার কোনো সুযোগ নেই। আম্পায়াররা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও এনটুলিকে তাৎক্ষণিকভাবে থামানো যাচ্ছিল না। একপর্যায়ে তিনি রিপনের হেলমেটে ধাক্কাও দেন।

এই ধরনের ঘটনা ক্রিকেটীয় আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। মাঠে শারীরিক দ্বন্দ্ব কিংবা প্রতিপক্ষকে স্পর্শ করা—বিশেষত হেলমেটের মতো নিরাপত্তাসংক্রান্ত সরঞ্জামে আক্রমণ—গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। বিসিবি ও ম্যাচ রেফারি বিষয়টি তদন্তে নিচ্ছেন বলেই ধারণা।

ঘটনার সময় বাংলাদেশ ইমার্জিং দল ভালো অবস্থানে থাকলেও এই ঘটনা মাঠের আবহই বদলে দেয়। খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, দর্শকদের মধ্যেও দেখা যায় চাঞ্চল্য।

কেন এমন করলেন এনটুলি? মাঠে উত্তেজনা নাকি পরিকল্পিত আচরণ? শাস্তির মুখে পড়বেন কিনা—তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত