Homeখেলাধুলাহামজাদের ম্যাচে মাঠে ঢুকে পড়লেন দর্শক!

হামজাদের ম্যাচে মাঠে ঢুকে পড়লেন দর্শক!

[ad_1]

প্রায় পাঁচ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। ফিরে এসেছে প্রাণ, উত্তেজনা আর গ্যালারির গর্জন। ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু মাঠের একটি দৃষ্টিকটু ঘটনা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, প্রীতি ম্যাচেই নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকে পড়েছেন দর্শক—যা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের জন্য হতে পারে বড় শঙ্কার কারণ।

ম্যাচের ৭০ মিনিটে পশ্চিম গ্যালারির গ্রিল টপকে এক দর্শক হঠাৎ মাঠে ঢুকে পড়েন। দৌড়ে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। তবে তার সেই প্রচেষ্টা সফল হয়নি। সঙ্গে সঙ্গে বাফুফের স্টাফ ও দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে টেনে-হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যান। কয়েক মিনিট পর দক্ষিণ গ্যালারি থেকেও আরেক দর্শক মাঠে প্রবেশের চেষ্টা করেন। এবারও তৎপর পুলিশ সদস্যরা দ্রুত তাকে ধরে ফেলেন।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালে সাধারণত মাঠের চারপাশে চলাফেরার উপর কড়া বিধিনিষেধ থাকে। তবে আজকের ম্যাচে সেই নিরাপত্তাব্যবস্থায় কিছুটা ঢিলেঢালা ভাব লক্ষ করা গেছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমকে দেখা গেছে মাঠের পাশে দাঁড়িয়ে মুঠোফোন ব্যবহার করতে। মাঠের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল খেলা শুরুর আগ থেকেই স্টেডিয়ামের চারপাশে বারবার ঘুরে দেখলেও, গ্যালারি থেকে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঠেকানো যায়নি।

বাফুফের জন্য এই ঘটনা বেশ উদ্বেগজনক। কারণ, কিংস অ্যারেনায় অতীতে দর্শক মাঠে ঢুকে পড়ায় এএফসি ১০-২০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করেছে। জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে যদি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে বড় অঙ্কের জরিমানা এবং দেশের ফুটবলের ভাবমূর্তি—দুটিই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিপক্ষ ভুটানকে হারিয়ে মাঠে ফেরাটা যতটা আশাজাগানিয়া, নিরাপত্তা ব্যবস্থার এই ঘাটতি ততটাই হতাশাজনক। বাফুফে হয়তো মাঠে জয় পেয়েছে, তবে মাঠের বাইরের এই পরাজয় নিয়ে এখনই নিতে হবে কঠোর সিদ্ধান্ত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত