Homeখেলাধুলা১৭ বছর বয়সেই রিয়ালে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিস্ময়বালক

১৭ বছর বয়সেই রিয়ালে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিস্ময়বালক

[ad_1]

মাত্র ১৭ বছর বয়সে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চড়াতে চলেছেন আর্জেন্টাইন বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। রিভার প্লেটের এই উঠতি তারকাকে ঘিরে গুঞ্জন চলছিল বহুদিন, এবার তা বাস্তব হতে চলেছে।

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক সেবাস্তিয়ান স্রুর জানিয়েছেন, রিভার প্লেটের সঙ্গে ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মাস্তান্তুয়ানো নিজেও ছয় বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন। চুক্তি অনুযায়ী তিনি ২০৩১ সাল পর্যন্ত থাকবেন সান্তিয়াগো বার্নাব্যুতে।

প্রথমে ধারণা করা হয়েছিল, মাস্তান্তুয়ানো রিভার প্লেটের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলে তবেই রিয়ালে যোগ দেবেন। কিন্তু এখন জানা গেছে, এই অ্যাটাকিং মিডফিল্ডার রিভার ছাড়ছেন তাৎক্ষণিকভাবে এবং রিয়াল মাদ্রিদের মূল দলে সরাসরি যোগ দিচ্ছেন তিনি।

মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আগামী সপ্তাহেই শুরু করবেন অনুশীলন। এরপর যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে ‘লস ব্ল্যাঙ্কোস’-এর হয়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে।

সাধারণত ১৮ বছর হওয়ার আগে ইউরোপিয়ান ক্লাবগুলো বাইরের তরুণ খেলোয়াড়দের সাইন করতে পারে না। তবে মাস্তান্তুয়ানোর ইতালিয়ান পাসপোর্ট থাকায় রিয়াল মাদ্রিদ তাকে এখনই রেজিস্টার করতে পারছে। ফলে বয়সের বাঁধা হয়ে দাঁড়ায়নি এই চুক্তির ক্ষেত্রে।

কেবল মাস্তান্তুয়ানো নয়, ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হতে চলেছে আরও দুই নতুন খেলোয়াড়—ডিন হুয়িসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের। স্পেনীয় ক্লাবটি এবার বিশ্বকাপে একেবারে তরতাজা ও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে।

এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ সময়মতো বেনফিকার আলভারো ক্যারাসকেও দলে নিতে পারে কি না, যাকে নিয়েও আলোচনার শেষ নেই।

ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর মতো প্রতিভাবান তরুণ যখন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে পা রাখেন, তখন ফুটবলপ্রেমীদের চোখ স্বাভাবিকভাবেই তার দিকে যায়। বয়স অল্প হলেও দক্ষতায় তিনি ইতোমধ্যে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। এখন দেখার বিষয়, ক্লাব বিশ্বকাপের মঞ্চে এই তরুণ ‘নতুন গ্যালাকটিকো’ কতটা আলো ছড়াতে পারেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত