Homeখেলাধুলা২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে থাকবে হাফটাইম শো

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে থাকবে হাফটাইম শো

[ad_1]

ফুটবল কি কেবল খেলার উত্তেজনাই যথেষ্ট, নাকি এখন সময়ের দাবি হয়ে উঠেছে অতিরিক্ত বিনোদন? মাঠের লড়াই কি দর্শকদের ধরে রাখার জন্য যথেষ্ট, নাকি বিশ্বকাপের মতো ঐতিহাসিক টুর্নামেন্টেও লাগবে সুপার বোলের মতো শো-তামাশা? এই বিতর্কের মাঝেই ফিফা ঘোষণা দিল, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো থাকছে একটি সুপার বোল স্টাইলের হাফটাইম শো। কারও কাছে এটি ফুটবলের আধুনিকায়নের প্রতীক, আবার কেউ একে দেখছেন খেলার আসল রোমাঞ্চ থেকে মনোযোগ সরানোর অপ্রয়োজনীয় প্রচেষ্টা হিসেবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালে থাকবে এক অনন্য চমক—একটি সুপার বোল-স্টাইল হাফটাইম শো! মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল ও বিনোদনের অনন্য সংমিশ্রণ দেখা যাবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ইনফান্তিনো তার ইনস্টাগ্রামে লিখেছেন,

‘আমি নিশ্চিত করতে পারি, নিউইয়র্ক-নিউ জার্সির বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো হতে চলেছে। এটি হবে বিশ্বকাপের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে মানানসই এক অনন্য আয়োজন।’

সাধারণত ফুটবলে হাফটাইম ব্রেক থাকে ১৫ মিনিটের, কিন্তু এই নতুন ফরম্যাটের কারণে তা বাড়তে পারে। লাতিন আমেরিকার কোপা আমেরিকায় ২০২১ সালে শাকিরার পারফরম্যান্সের কারণে ম্যাচের বিরতি বেড়ে ২৬ মিনিট হয়েছিল। এবার বিশ্বকাপেও ফুটবলের সঙ্গে বিনোদনের এই নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, যা বিশ্বকাপ চলাকালীন ‘নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম’ নামে পরিচিত হবে, এই ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী হবে। ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম ১৯ জুলাই, ২০২৬-এ ফুটবল ও বিনোদনের এক অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দেবে।

যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে সুপার বোলের হাফটাইম শো দীর্ঘদিন ধরেই আলোড়ন তুলছে। ২০২৪ সালে কেনড্রিক লামার ও এসজেডএ-এর পারফরম্যান্স দারুণ সাড়া ফেলেছিল। এবার বিশ্বকাপেও কি সেই একই উন্মাদনা দেখা যাবে? কোন তারকা হাফটাইম শো মাতাবেন? এই চমকের জন্য অপেক্ষায় থাকুন!



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত