Homeখেলাধুলা৩০-এর আগে ও পরে রোনালদোর ৪৬৩

৩০-এর আগে ও পরে রোনালদোর ৪৬৩

[ad_1]

কোন রোনালদো সেরা—বয়স ৩০ পূর্ণ হওয়ার আগের, ৩০ হওয়ার পরের? প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নানা যুক্তি আসবে, অর্জন-পরিসংখ্যান ঘাটবেন। কিন্তু সংখ্যার বিচারে বয়স ৩০ পূর্ণ হওয়ার আগের রোনালদোকে বয়স ৩০ হওয়ার পরের রোনালদো থেকে আলাদা করতে পারবে না। কারণ বয়স ৩০ পূর্ণ হওয়ার আগে পর্তুগিজ তারকা ৪৬৩ গোল করেছেন, সমান সংখ্যক গোল করেছেন বয়স ৩০ পূর্ণ হওয়ার পরও!

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড শুক্রবার রাতে পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম গোল করলেন। সৌদি প্রো লিগে তার ক্লাব ১০ জনের দল নিয়েও আল-শাবাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। আল-আওয়াল পার্কে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের ভেতর থেকে ক্ষিপ্র গতির শটে এ গোল করেন রোনালদো। প্রাথমিকভাবে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরীক্ষার পর তা বহাল রাখা হয়।

এক মাস আগে ৪০ বছর বয়সে পা দেওয়া রোনালদো হাজার গোলের মাইলফলক স্পর্শকারী প্রথম এবং একমাত্র ফুটবলার হওয়ার লক্ষ্য স্থির করে রেখেছেন। মেজিক্যাল ওই সংখ্যা থেকে ৭৪ গোল দূরে দাঁড়িয়ে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা এ তারকা। ৪০ বছর বয়সেও পর্তুগালের এই কিংবদন্তি যেভাবে খেলছেন, তাতে মনে হচ্ছে মাইলফলক অর্জন করা এখন সময়ের ব্যাপার মাত্র।

১১ মার্চ আল-নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের হোম ম্যাচে ইরানের ক্লাব ইস্তেঘলালকে অতিথ্য দেবে। পরের সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে আল-খুলুদের মোকাবেলা করবে রোনালদোর ক্লাব। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১৮ গোল করেছেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে ৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে থাকা সালেম আল দাওসারি ও জাসির আসানির পর দ্বিতীয় স্থানে আছেন রোনালদো (৬)।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত