Homeজাতীয়অবশেষে জানা গেল নীতিনের মৃত্যু  রহস্য 

অবশেষে জানা গেল নীতিনের মৃত্যু  রহস্য 

[ad_1]

 সম্প্রতি বলিউডের অলিগলিতে ঘুরপাক খাচ্ছে অভিনেতা নীতিন  চৌহানের মৃত্যু রহস্যকে নিয়ে নানা গুঞ্জন। কেউ বলছেন আত্মহত্যা আবার কারও মুখে শোনা যাচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে চক্রান্ত করে। বলিউডে প্রায় চার বছর আগে এমন একটি মৃত্যু রহস্য  তৈরি হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ঘিরে। তবে এবার বছরচারেক বাদে হিন্দি টেলিভিশনের দুনিয়াতেও সেই এক ছায়া। মাত্র ৩৫ বছর বয়সে, অল্প সময়েই হিন্দি টেলিপর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সুদর্শন অভিনেতা নীতিন চৌহান। তার মৃত্যুর ব্যাপারে এবার মুখ খুললেন অভিনেতার স্ত্রী। তিনি পুলিশকে জানিয়েছেন, চার বছর ধরে নীতিনের হাতে কোনো কাজ ছিল না। মানসিক অবসাদে ভুগছিলেন ভীষণ। যার জেরে ওঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছিল দিনের পর দিন। এমনকি নীতিনের জন্য কাজ খোঁজাও কঠিন হয়ে উঠেছিল।

তাই আইসক্রিমের ব্যবসা খোলার চেষ্টা করেছিল ও। কিন্তু এখানেও ব্যর্থতা। সেই ব্যবসা ভালো চলছিল না। যাবতীয় কারণে পরিবারে সমস্যার সৃষ্টি হয়েছিল।

নীতিন চৌহানের মৃত্যুর সময় মেয়েকে নিয়ে বাগানে খেলতে গিয়েছিলেন স্ত্রী। মা-মেয়ে যখন ফিরে এসে বারবার বেল বাজান তখন দরজা  ভেতর থেকে বন্ধ ছিল। এবং অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে একপ্রকার দরজা ভেঙেই ঢুকতে হয় তাদের  ভেতরে। বাড়িতে প্রবেশ করেই অভিনেতার মৃতদেহ দেখতে পান তারা। জেরায় সে কথাই পুলিশকে জানিয়েছেন প্রয়াত টেলিঅভিনেতার স্ত্রী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত