Homeজাতীয়আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা

আগে সরকার ব্যয়ের মহোৎসব করেছে: বাণিজ্য উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘সরকারতো পূর্বে ব্যয়ের মহোৎসব করেছে। নাগরিকদের ওপরে চূড়ান্ত দায় তৈরি করেছে। আমি যখন বিভিন্ন প্রজেক্টের রেফারেন্স দেখি, আমার কাছে মনে হয়— খরচের ফিরিস্তি করা হয়েছে। যেনও খরচ করতে পারাটা এক ধরনের কৃতিত্ব মনে করা হয়েছিল।’ 

সোমবার (৫ মে) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের এখান থেকে ফেরত এসে একটা কাঠামো তৈরি করতে হবে। আমরা যখন বিভিন্ন জায়গায় কৃষকদের জন্য একটি মজুতগার তৈরি করতে চাই। এর জন্য যে ব্যয় হবে, তা সুন্দর একটা বণ্টন ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক সরকারকে এর যত্ন নিতে হবে। এটি দীর্ঘ মেয়াদি প্রজেক্ট, রাতারাতি সম্ভব নয়।’

তিনি বলেন, ‘গত বছর দেশে আলু উৎপাদন ছিল এক কোটি টনের বেশি। কিন্তু সেই আলুর দাম আবার কেজিতে ৯০ টাকারও বেশি বিক্রি হয়েছে। হঠাৎ পরিসংখ্যান মিলছে না। সঠিক তথ্য না থাকায় মারাত্মক ফ্যাসাদ তৈরি হচ্ছে। যা সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত করে ফেলছে। কবে দেশের এই পরিসংখ্যান ঠিক হবে, তা আমার জানা নেই। কারণ এটা আমার আওতার বাইরে। বাণিজ্যের সব খাতে তথ্যের সঠিকতা না থাকায় সিদ্ধান্ত নিতে জটিলতা তৈরি হচ্ছে।’

এছাড়াও সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, গ্রুপ করপোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের পরিচালক এস সাফির রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এসিআই লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত