Homeজাতীয়আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ

[ad_1]

আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ফের ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে (পিএসসি)। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নাসির উদ্দিন আহম্মেদ।

সংশোধিত বিজ্ঞপ্তির তথ্য বলছে, ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এই বিসিএসের আবেদন, চলবে আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর হবে ১০০। এর আগে মৌখিক পরীক্ষার নম্বর ছিল ২০০।

অন্যদিকে আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।  

এর আগে, ৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ প্রক্রিয়া স্থগিত করে পিএসসি।

এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত