Homeজাতীয়আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতায় আছি, মুক্ত সাংবাদিকতায় নেই: মানবজমিন প্রধা

আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতায় আছি, মুক্ত সাংবাদিকতায় নেই: মানবজমিন প্রধা

[ad_1]

যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই বসে সিদ্ধান্ত নেয় আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো তাহলে ৩ দিনের ভিতর দেশ পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী।  

মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি আলোচনা। পত্রিকাটির চিফ নিউজ এডিটর সাজেদুল হকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এ সময়। যেখানে তিনি গণ-অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন পত্রিকাটির। 

মতিউর রহমান বলেন, যেভাবে এখন সংবাদমাধ্যমের পালাবদল ঘটছে আমি এমন কখনোই দেখি নাই৷ এখনও আমরা নিয়ন্ত্রিত সাংবাদিকতায় আছি। মুক্ত সাংবাদিকতায় নেই। পতিত সরকারের দলীয়করণের কারণে সংবাদমাধ্যম রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছিল৷ এটার ভিতর থেকে বেড়িয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। কিন্ত আমরা একতাবদ্ধ না, তাই এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। 

আমাকে একজন পশ্চিমা কূটনৈতিক বলেছিলো, যদি বাংলাদেশের সাংবাদিকরা সবাই বসে সিদ্ধান্ত নেয় আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো তাহলে ৩ দিনের ভিতর দেশ পরিবর্তন হয়ে যাবে। শেখ হাসিনার সময় তিনি আমাকে এ কথা বলেছিলেন। সাংবাদিকরা নিজেরাই মধ্যমপন্থা বন্ধ করে দিয়েছে৷ হয় পক্ষে থাকে না-হলে বিপক্ষে থাকে৷ মাঝামাঝিতে থাকতে চায়না তারা।    
 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত