[ad_1]
জুলাই অভ্যুত্থানে রংপুরে নিহত আবু সাঈদের সাহস ও ত্যাগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুপ্রাণিত হন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে রংপুরের সন্তান বলেও মনে করেন বলে জানান।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবার সাক্ষাতে এলে এ কথা জানান প্রধান উপদেষ্টা।
কার্যালয়ে আবু সাঈদের পরিবারকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’ প্রধান উপদেষ্টা আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সরকার থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। আবু সাঈদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা লিটন মিয়াও উপস্থিত ছিলেন।
[ad_2]
Source link