Homeজাতীয়আমাদের ইতিহাস সঠিকভাবে রক্ষিত নেই: উপদেষ্টা ফারুকী

আমাদের ইতিহাস সঠিকভাবে রক্ষিত নেই: উপদেষ্টা ফারুকী

[ad_1]

জাতীয় জাদুঘরসহ অন্য জাদুঘরগুলো আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে স্থপতি মেরিনা তাবাসসুমকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে জাতীয় জাদুঘরে সব ইতিহাস ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, মেরিনা তাবাসসুমকে জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি নিয়োগ বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি ওই পদে যোগ দিতে সম্মত হয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘জাদুঘরে আমাদের ইতিহাসটা সঠিকভাবে রক্ষিত নেই, কিছু ইতিহাস মাইনাস করা হয়েছে। এখন সব ইতিহাস সেখানে থাকবে। সেখানে অনেক বিখ্যাত সংগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবিগুলো সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে এখন নজর দিতে হবে।’

ফারুকী জানান, জাতীয় জাদুঘরের পর্ষদ চলিত সপ্তাহের মধ্যেই পুনর্গঠন করা হবে। এরপর তিন মাস, ছয় মাস, বছরব্যাপী পরিকল্পনা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিও সেখানে স্থান পাবে।

জাদুঘরের নতুন সভাপতি মেরিনা তাবাসসুম বলেন, যেকোনো জাতির জন্য জাদুঘর গুরুত্বপূর্ণ। সবগুলো মিউজিয়াম আগে ঘুরে দেখতে চাই। এই কালেকশনকে প্রতিনিয়ত আপডেট করতে হয়, সংগ্রহ নিয়ে রিসার্চ করতে হয়, আলোচনা করতে হয়। এত দিন সেগুলো করা হয়নি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত