Homeজাতীয়আমি সবসময় দেখি গ্লাসের কতটুকু ভরা আছে: তিশা

আমি সবসময় দেখি গ্লাসের কতটুকু ভরা আছে: তিশা

[ad_1]

নুসরাত ইমরোজ তিশা নামটি শুনলেই আমাদের চোখে ফুটে ওঠে মিষ্টি হাসির একটি মেয়ের ছবি।  তিশা একজন বাংলাদেশী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিলো তিশার পথচলা।

 খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হলো নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭) এবং হালদা (২০১৭)। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত ইমরোজ তিশা কথা বলেছেন সমসাময়িক বিষয় নিয়ে।  

সেখানে তিনি বলেন, “সব মুদ্রার এপিঠ ও আছে, ওপিঠ ও আছে।” সবসময় সব কাজের নেতিবাচক দিক না দেখে ইতিবাচক দিক খুঁজে বের করার কথা বলেন এই অভিনেত্রী।

 তিনি বলেন, “সবকিছুরই একটা নেগেটিভ দিক আছে। আমরা যদি সবসময় নেগেটিভ সাইড টা দেখি তাহলে আমাদের মধ্যে ওই জিনিসটা থেকে যাবে।” 

তিনি আরও বলেন, “আমি সবসময় দেখি গ্লাসের কতটুক ভরা আছে। কতটুক খালি আছে তা আমি দেখি না। যেটা খালি সেটা খালি। উই কান্ট হেল্প ইট” 


উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই  দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত