Homeজাতীয়উত্তেজনার মধ্যে পাকিস্তান -ভারতের উপদেষ্টার মধ্যে ফোনালাপ

উত্তেজনার মধ্যে পাকিস্তান -ভারতের উপদেষ্টার মধ্যে ফোনালাপ


চলমান যুদ্ধাবস্থার মধ্যেই ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের চালানো হামলার জবাবে প্রতিক্রিয়া হিসেবে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়। খবর ডন-এর।

 

 

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে দারকে প্রশ্ন করা হয়েছিল, চলমান পরিস্থিতিতে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে কি না। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।’

সম্প্রতি পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। ওদিকে ২০১৪ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল।

 

 

প্রসঙ্গত, গেল এপ্রিলে পহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে দুই ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে এই হামলার পর পাকিস্তানও পালটা হামলা শুরু করেছে। গত রাত থেকে দুই দেশের সীমান্তে ভারী গোলাবর্ষণ চলছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত