Homeজাতীয়এবি পার্টির চেয়ারম্যান পদে তিন প্রার্থী কারা?

এবি পার্টির চেয়ারম্যান পদে তিন প্রার্থী কারা?

[ad_1]

আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল সেদিন দলটির চেয়ারম্যান, সেক্রেটারি ২১ জন নির্বাহী পরিষদ নির্বাচিত হবেন কাউন্সিলরদের সরাসরি ভোটে। প্রার্থিতা তালিকা চূড়ান্তের পর প্রচার শুরু করেছেন প্রার্থীরা।

 চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের তিন নেতা। তাঁরা হলেন, দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এফ এম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লেফট্যানেন্ট কর্নেল (অব.) দিদারুল আলম সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান অধ্যাপক কে এম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।

তাঁরা হলেন, বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

গত আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এবি পার্টি। সরাসরি নির্বাচন আয়োজনকে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা বলছে দলটি। নীতি পরিকল্পনা তুলে ধরতে উন্নত দেশের মতো প্রার্থীদের বিতর্ক হবে।

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত