[ad_1]
আগামী ২৮ ডিসেম্বর এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল। সেদিন দলটির চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ জন নির্বাহী পরিষদ নির্বাচিত হবেন কাউন্সিলরদের সরাসরি ভোটে। প্রার্থিতা তালিকা চূড়ান্তের পর প্রচার শুরু করেছেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দলের তিন নেতা। তাঁরা হলেন, দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লেফট্যানেন্ট কর্নেল (অব.) দিদারুল আলম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
তাঁরা হলেন, বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
গত আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এবি পার্টি। সরাসরি নির্বাচন আয়োজনকে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা বলছে দলটি। নীতি ও পরিকল্পনা তুলে ধরতে উন্নত দেশের মতো প্রার্থীদের বিতর্ক হবে।
[ad_2]
Source link