Homeজাতীয়কফিনে বন্দি স্বপ্ন

কফিনে বন্দি স্বপ্ন

[ad_1]

আর এক মাস পর বাড়িত আইবাম”—এই আশ্বাসটাই ছিল মো. হিরন মিয়ার পরিবারের জন্য শেষ শান্তনার বাক্য। আট বছর ধরে মরুভূমির রৌদ্রদগ্ধ বাতাসে ঘাম ঝরিয়ে একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলেন তিনি। একদিন দেশে ফিরবেন, নতুন করে জীবন শুরু করবেনএই আশা বুকে নিয়ে প্রতিটি দিন, প্রতিটি রাত পার করেছেন।

হিরন দেশে আসলো কিন্তু আসা হলো না জীবিত অবস্থায়। কাঠের কফিনে বন্দি হয়ে ফিরলেন তিনি। গত ১৬ই এপ্রিল সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হিরন মিয়া (৩৫)।

এক মাসের দীর্ঘ অপেক্ষা শেষে, শুক্রবার (২৩ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার নিথর দেহ। কাফনের সাদা চাদরে মোড়া, কাঠের বাক্সে বন্দি সে দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।

পরে লাশ নেয়া হয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নিরাহারগাতী গ্রামে। যে গ্রামে আট বছর আগে চোখে স্বপ্ন নিয়ে বিদায় নিয়েছিলেন, সেখানেই ফিরে এলেন চিরনিদ্রার প্রস্তুতি নিয়ে। চারপাশে নেমে এলো শোকের চাদর। জানাজায় মানুষের ঢলকারও চোখে জল, কারও মুখে নীরব প্রার্থনা।

স্থানীয় ব্যক্তিরা এই মৃত্যুকে ‘একটি নিষ্ঠুর বাস্তবতা’ বলে আখ্যা দিয়েছেন। তারা প্রবাসীদের নিরাপত্তা ও মরদেহ ফিরিয়ে আনার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত