Homeজাতীয়কানাডার লেকে বোট উল্টে বাংলাদেশের পাইলট ও গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

কানাডার লেকে বোট উল্টে বাংলাদেশের পাইলট ও গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

[ad_1]

Ajker Patrika

কানাডার লেকে বোট উল্টে বাংলাদেশের পাইলট ও গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৩: ০২

Photo

ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান (গুড্ডু) এবং গার্মেন্টস খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লা হিল রাকিব (পাপ্পু)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কানাডার অন্টারিও প্রদেশের কুইন্টা লেকে কায়াক বোট উল্টে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান (গুড্ডু) এবং বিজিএমইএর সাবেক সহসভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গার্মেন্টস খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লা হিল রাকিব (পাপ্পু)।

পারিবারিক সূত্রে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল রোববার (৮ জুন) স্থানীয় সময় বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে কুইন্টা লেকে ভ্রমণে যান ক্যাপ্টেন গুড্ডু ও রাকিব। পারিবারিক ভ্রমণের একপর্যায়ে তাঁরা একটি কায়াক বোট নিয়ে লেক ঘুরে দেখছিলেন। হঠাৎ করেই বোটটি উল্টে গেলে তাঁরা পানিতে পড়ে যান এবং সেখানেই ডুবে মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা তীরে উপস্থিত ছিলেন। বোটটি তীর থেকে মাত্র ১০-১৫ ফুট দূরে ছিল। দুজনই ভালো সাঁতার জানলেও কায়াক বোটে কোমর পর্যন্ত ভেতরে বসে থাকার কারণে তাৎক্ষণিকভাবে বের হতে না পারায় তাঁরা পানির নিচে আটকে পড়েন। ফলে উদ্ধার করার আগেই তাঁদের মৃত্যু ঘটে।

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও অঙ্গীকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ছিল গর্বের বিষয়। তাঁর এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

ক্যাপ্টেন সাইফুজ্জামানের পরিবারের ইচ্ছানুযায়ী তাঁর মরদেহ বাংলাদেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো অফিস ইতিমধ্যে কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। বিমান কর্তৃপক্ষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত