Homeজাতীয়কাল ইতিহাসগড়া হকি দলকে সংবর্ধনা দেবে বাহফে

কাল ইতিহাসগড়া হকি দলকে সংবর্ধনা দেবে বাহফে

[ad_1]

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত যে কোন ফরম্যাটে বাাংলাদেশ হকি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ যুব হকি দল কাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে বিমানযোগে ওমান থেকে বাাংলাদেশে আসবে। এরপরই দলের সব সদস্যকে বাাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে নিয়ে আসা হবে। এখানে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি দলকে আনুমানিক দুপুর ১টায় সংবর্ধনা দেবেন। 


জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ অনুর্ধ-২১ হকি দল সুযোগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাহফে সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে গত ৩ ডিসেম্বর থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদে জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা বাংলাদেশ হকি দলের জন্য অবিস্মরণীয় মাইলফলক।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহফে জানিয়েছে, ‘উল্লেখ্য যে, দেশের ক্রান্তিকালেও হকি ফেডারেশনের সভাপতি তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক সংকট দূর করে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ ও নারী হকি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের জন্য তিনি উপযুক্ত কোচ, উন্নতমানের সাজ-সরঞ্জাম, ট্রেনিং জার্সি ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন, যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়াও তিনি হকি দলের প্রশিক্ষণের ঘাটতি পূরণের লক্ষ্যে যথাসময়ে উন্নত ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করেছেন এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর হকি দলের সঙ্গে উল্লেখযোগ্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করেন। এর ফলে বাংলাদেশ হকি দলের খেলোয়াড়গণ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জুুনিয়র এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করতে সক্ষম হন।’

বাহফে আরও জানিয়েছে, ‘এছাড়াও হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হকি দল ওমানে যাওয়ার পূর্বে খেলোয়াড়দের অনুপ্রেরণা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। হকির উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় বাংলাদেশ হকি দল আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করা যায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত