Homeজাতীয়কে এই মোহিনী দে?

কে এই মোহিনী দে?

[ad_1]

সোশাল মিডিয়ায় এ আর রাহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এ আর রাহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। নেটপাড়া এই দুই ঘটনার মধ্যেই যোগ খুঁজে পেয়েছেন।মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই এ আর রাহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত বলে মনে করছেন নেটিজনরা।

 

অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের বিচ্ছেদের সঙ্গে বাঙালি বেজ গিটারিস্ট মোহিনী দের বিচ্ছেদের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।আলোচনায় আসা কে এই মোহিনী?

২৮ বছর বয়সী বাঙালি গিটারিস্ট মোহিনীর পৈতৃক নিবাস কলকাতায়। জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। তিনি এই সময়ে সবচেয়ে ব্যস্ত তরুণ বেজ গিটারিস্টদের একজন।মোহিনীর বাবা সঞ্জয় দেও একজন নামকরা গিটারিস্ট। মাত্র ৩ বছর বয়সে বাবার কাছে গিটারে হাতেখড়ি ঘটেছে মোহিনীর। ১০ বছর বয়স থেকে কনসার্ট ও রেকর্ডিং শুরু করেছেন।

দেড় দশকের ক্যারিয়ারে এ আর রাহমান, জাকির হুসেন, জর্জ ব্রুকসসহ আরও অনেকের সঙ্গে বাজিয়েছেন মোহিনী। পাশাপাশি এলিফান্টা মিউজিক ফেস্টিভ্যাল, চেন্নাই গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল, দিল্লি ইন্টারন্যাশনাল জ্যাজ ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসবে বাজিয়েছেন তিনি।

তাঁকে নিয়ে রোলিং স্টোন প্রতিবেদন করেছে। ফোর্বস ইন্ডিয়ার ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকাতেও ছিলেন তিনি।

পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়ে গেছেন মোহিনী। পাশাপাশি কোক স্টুডিও ইন্ডিয়াতেও ছিলেন এই বেজ গিটারিস্ট।

 

 

 

 

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত