বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার ভিন্ন ভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পদত্যাগ করলে নিজের সুবিধামতো সময়ে রাজনৈতিক দলে যুক্ত হবেন বলেও জানিয়েছেন বিলুপ্ত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির এই নেতা। যদিও চব্বিশের অভ্যুত্থানের পর সংগঠনটির বেশিরভাগ নেতাই এখন এনসিপিতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুাত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছেই, যেন আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো সেটা তো এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হবো সেটা এখনও অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।’
তিনি আরও বলেন, ‘নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করবো, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করবো। সেটা যেকোনও রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।’