Homeজাতীয়খালেদা জিয়ার ঈদ উপহার কালো মানিক ঢাকার পথে

খালেদা জিয়ার ঈদ উপহার কালো মানিক ঢাকার পথে

[ad_1]

অবশেষে খালেদা জিয়ার জন্য উপহারের ষাড় ‘‘কালোমানিককে’’ নিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা। বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০ টায় ৩ টি ট্রাকে করে ঢাকায় রওয়ানা হয়ে যান। তবে এই উপহার বেগম জিয়া গ্রহণ করবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে কৃষক সোহাগও নাছোরবান্দা। সেও গরু নিয়ে ঢাকা যাবেনই।  

 

প্রায় ৩৫ মণ ওজন, ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল আকৃতির এই ষাঁড়টির নাম ‘কালো মানিক’। কুচকুচে কালো রঙের জন্য এলাকাবাসীর কাছে এই নামেই পরিচিত হয়ে উঠেছে গরুটিকে। সকাল থেকেই ষাঁড়টিকে এক নজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। পরের স্থানীয়দের অনুরোধে কালো মানিককে নিয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হয়।

কালো মানিককে নিয়ে ঢাকায় যাওয়ার আয়োজনে রয়েছে তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সোহাগ মৃধার সঙ্গে রয়েছেন ছেলে এবং প্রায় অর্ধশত সঙ্গী।
সোহাগ মৃধা জানান, ‘কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে বেগম জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই। আমি শুধু চাই আমার নেত্রী যাতে আমার উপহারটি গ্রহণ করে। আর এতেই আমি খুশি।’
স্থাানীয়রা জানান, এই গরুটি সোহাগের পরিবারের শেষ সম্বল। আর সেই গরুটিকেই সে খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন। এটি ওর ভালোলাগা। তাই তাদের দাবী বেগম খালেদা জিয়া যাতে এই উপহারটি গ্রহণ করে।’

 

উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনে যাত্রা শুরু করেন মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা। সপ্তাহ না যেতেই গাভিটি জন্ম দেয় একটি বাছুরের। সেই বাছুরই আজকের ‘কালো মানিক’। দীর্ঘ ছয় বছরের নিবিড় পরিচর্যায় নিজ বাড়িতেই বড় করেছেন এই ষাঁড়টি।
 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত