Homeজাতীয়  গাজীপুরে টিএনজেড’র পরিচালক গ্রেপ্তার  

  গাজীপুরে টিএনজেড’র পরিচালক গ্রেপ্তার  

[ad_1]

গাজীপুরে টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের শ্রমিকদের ইন্দন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাংচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রায় ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচলককে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে জিএমপি’র বাসন থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতের নাম- মোঃ আব্দুল হালিম (৪৮)। তিনি চট্রগ্রামের হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

জানা গেছে, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতা পরিাশোধের দাবিতে গত শনিবার সকাল ৯টা হতে সোমবার রাত ১০টা পর্যন্ত প্রায় ৬০ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এসময় তারা কয়েকটি কারখানা ভাংচুর করে। এর জেরে ওই গ্রুপের ৫টিসহ আশেপাশের অন্ততঃ ৪৫ টি কারখানা বন্ধ হয়ে যায়। পরে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের বন্ধ হওয়া কারখানাগুলো এখনও বন্ধ রয়েছে।

জিএমপি’র বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমের বিরুদ্ধে শ্রমিকদের ইন্দন দিয়ে টানা ৩ দিন মহাসড়ক অবরোধ করে ভাংচুর ও জনদুর্ভোগ সৃষ্টি এবং প্রতারণার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের প্রায় ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এব্যাপারে বিশেষ ক্ষমতা আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত রিমান্ড শুনানীর জন্য বৃহষ্পতিবার দিন ধার্য্য করেছেন। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত