[ad_1]
গুড়া কাঁকড়া ধানক্ষেতে বীজ ধান লাগানোর পরে ছেড়ে দেয়া হয়। ক্ষেতের মাটিতে পড়া মাত্রই এগুলো কাদামাটি ঘুরে নিজেদের বাসা বানায়।
এটি কাদামাটি ঘুরার ফলে জমির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে। গুড়া কাঁকড়া বড় হওয়ার সাথে সাথে জমির কীটপতঙ্গ ধরে খেতে শুরু করে তাই একে পরিবেশ বান্ধব কীটনাশক ও বলা যেতে পারে। ফলে জমিতে ধান আর গুড়া কাকড়ার দল একই সাথে বন্ধুর মতোই বড় হতে থাকে।
একসময় ক্ষেত ভরে যায় পাকা ধানে। ধান বড় আকার ধারণ করার পাশাপাশি এসব কাঁকড়াও বড় হতে থাকে। এসব কাঁকড়া খেতে হয় দারুন। এসব কাঁকড়া খেতেও হয় দারুন।
খামারিরা তখন ক্ষেত থেকে কাঁকড়াগুলো আলাদা করে ফেলে আর বাজারে নিয়ে গিয়ে বেশ চওড়া দামে বা ভালো দামে বিক্রি করে ধান আর কাঁকড়া বিক্রি করে লাভবান হওয়া যায় একই সাথে।
[ad_2]
Source link