Homeজাতীয়চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহাবুল গ্রেফতার

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহাবুল গ্রেফতার

[ad_1]

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী শাহাবুল হোসেনকে (৫২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে।

বুধবার বিকেলে তাকে আদালতে তোলা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে,  শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। সে দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। সে মাদক ব্যবসার ত্রাস হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে। মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি টিম।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃত শাহাবুলকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পন্নের জন্য বুধবার দুপুরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত