Homeজাতীয়‘ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে’

‘ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে’

[ad_1]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিচেল মিলার সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এ কথা জানান।

বৈঠকে শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জিএসপি, জিএসপি প্লাস সুবিধা, এলডিসি থেকে উত্তরণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এখন দল গঠনের সময় নয়; সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।

রাষ্ট্রদূত মিচেল মিলার রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে আমরা এ পর্যন্ত ১০টি সংস্কার কমিশন গঠন করেছি। সংস্কার কমিশনগুলো ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। কিছু দিনের মধ্যে রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সুপারিশ করবে। সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হবো।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, যুবদের দক্ষতা বাড়াতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। ক্রীড়াঙ্গনে উন্নয়নে ক্ষেত্রে আমরা স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি, যার কার্যক্রম চলমান।

সাক্ষাতের সময় যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত