[ad_1]
বলিউড বাদশাহ শাহরুখ খান। একসময় এই অভিনেতা সারাদিন শুধু ব্ল্য়াক কফি আর কাবাব নিয়েই মেতে থাকতেন। সঙ্গে রাখতেন একের পর এক সিগারেট।
এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেট খেতে পারেন। সেই শাহরুখই নিজের ৫৯তম জন্মদিনে দিলেন বড় ঘোষণা। জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানালেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’
শাহরুখ আরও জানালেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’
শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার!
বাদশার ৫৯তম জন্মদিনেও দেখা মিলল সেই দৃশ্য। বান্দ্রার রাস্তায় জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই ‘পীঠস্থান’ মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা।
[ad_2]
Source link