Homeজাতীয়জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন

জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন


দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন এ কথা বলেন।

আজ রাত ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম “জবি ঐক্যের” মতামতের ভিত্তিতে তিনি এ ঘোষণা দেন। 

এসময় তিনি জবিয়ানদের চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমরা রাজপথ ছেড়ে যাবো না। সারারাত এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো। এখানে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই দায় সরকারকে নিতে হবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। দুপুরের ন্যায় যদি আমার হামলা চালানো হয় আমরা তা মেনে নিবো না। 

তিনি বলেন, কোনভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর রক্তচক্ষু দিয়ে তাকাবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাবো না। 

এসময় তিনি উপদেষ্টা মাহফুজের মানসিক কাউন্সিল করতে বলেন।  তিনি বলেন, তার (মাহফুজের) ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করেছে। এটা সরকারের অবস্থান হতে পারে না। আজকে মাহফুজ আলমের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়। এই দায় সরকারকেই নিতে হবে। উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছে। ফলে বিফ্রিং শেষ না করেই উনি চলে যান। 

এর আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.রইস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বিতর্কিত করতে কে বা কারা উদ্দেশ্য মূলকভাবে বোতল নিক্ষেপ করেছে। এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত