Homeজাতীয়জলের গানের কনসার্ট ২২ নভেম্বর

জলের গানের কনসার্ট ২২ নভেম্বর

[ad_1]

কনসার্টের শিরোনাম ‘মনের আনন্দে জলের গান’। বরাবরই এই দলের সদস্যরা ছন্দে-গানে মনের আনন্দে ডুবে থাকে। এবার সেই আনন্দে বাড়তি মাত্র যুক্ত হচ্ছে ২২ নভেম্বর বিশেষ আয়োজনে। ব্যান্ড জলের গান সদস্যদের নিয়ে হচ্ছে একক কনসার্ট। নূর ইভেন্টসের আয়োজনে ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ঢাকা ট্রেড সেন্টারের অ্যাটেনশন নেটওয়ার্ক অডিটরিয়ামে শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা। আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার সুমী নূর জানান, আমরা এই শহরে গান ও কবিতার নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলের গান সেই প্রয়াসের একটি অংশ। জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করব সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইল। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কম-এ। প্রতিটি টিকিট মূল্য ৮০০ টাকা। তবে ছাত্রদের জন্য ৫০০ টাকা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত