Homeজাতীয়জাককানইবিতে ২৬ দিনের ছুটি, নিরাপত্তায় ১০ সদস্যের কমিটি

জাককানইবিতে ২৬ দিনের ছুটি, নিরাপত্তায় ১০ সদস্যের কমিটি

[ad_1]

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে।

 

 

বুধবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তবে ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে এবং ২০ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম পুনরায় শুরু হবে।

ছুটিকালীন সময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে।

 

অন্যান্য সদস্যরা হলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) প্রকৌশলী মো. হাফিজুর রহমান, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন খন্দকার নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক, রেজিস্ট্রার দপ্তর

 

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ছুটির পর কর্মদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত