জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে সংরক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১৪ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
সেই সঙ্গে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন সাক্ষ্য হিসেবে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্ম ও গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত বছর সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ একটি রিট করেছিলেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করা হয়েছিল। ওই রিটে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এই সম্পূরক আবেদনটি করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।