Homeজাতীয়জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

[ad_1]

রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র  ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে কয়েক হাজার মুসল্লি ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।

এই জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে  ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ঈদের নামাজে মোনাজাতরত মুসল্লিরা, ছবি: প্রতিবেদক প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করেন।

নামাজ শেষে মোনাজাতে বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক  মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক  আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। ফিলিস্তিনের নির্যাতিত নারী-পুরুষ ও শিশুদের  জন্য দোয়া করেন।

সকাল সাড়ে ৭টায় জামাত শুরুর কথা থাকলেও ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। ভেতরে স্থান সংকুলান না মুসল্লিদের বিস্তৃতি ঈদগাহের সামনের রাস্তা, কদম ফোয়ারা ও শিক্ষা ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঈদগাহের প্রধান গেটের সামনে মুসল্লিদের উপচেপড়া ভিড়, ছবি: প্রতিবেদক এ সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

নারীদের নামাজ আদায়ের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা।  জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় ঈদগাহের পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ঈদের মোট ৫টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়াও রাজধানীর বিভিন্ন পাড়ায়-মহল্লায়ও স্থানীয় মসজিদেও  ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত